বোয়ালমারীতে ৪শ হতদরিদ্র পরিবারকে ত্রাণ দিলেন রাফা ট্রান্সপোর্ট
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চারগাং নামে পরিচিত উমরনগর, চন্দনী, রেনিনগর, নয়নিপাড়া ও ফেলাননগর গ্রামের ৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে সোমবার (২০.০৪.২০) খাদ্য সহায়তা দেয়া হয়েছে। রেনিনগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ি ঢাকার “রাফা ট্রান্সপোর্ট” এর মালিক আশরাফুল আলম নান্নুর ব্যক্তি উদ্যোগে এ খাদ্য সামগ্রী দেয়া হয়। তার পক্ষ থেকে শিক্ষক মো. মাজহারুল আনোয়ার, এম আলমগীর কবির, নজরুল মোল্যা ভ্যানে করে খাদ্য সামগ্রীর প্যাকেট হতদরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন। প্রত্যেককে প্যাকেটে ১৫ কেজি চাল, ডাল, তেল, লবন, চিনি, ছোলাসহ মোট ২৮কেজি পরিমান খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।