• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
সালথায় বার্ষিক ক্রীড়া ফুটবল প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন ইউএনও’র

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় সালথা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষন এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর জেলা ক্রীড়া অফিস। আজ বুধবার (২০ জানুয়ারী) বিকেল ৪ টায় সালথা সরকারী কলেজ মাঠে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মোঃ সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার ফরিদপুর, প্রশিক্ষণ প্রদান করেন মোঃ আবুল কাশেম ভোলা সাধারন সম্পাদক, ডিএফএ, ফরিদপুর।

সমাপনী অনুষ্ঠান শেষে ৩০ জন প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সালথা সরকারি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন ছাত্রকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।