মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
নগরকান্দায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি ইজিপিপি প্রকল্পে বরাদ্দের অর্থে নির্মিত যোগাযোগ খাতে ব্যপক উন্নয়ন হয়েছে।
এ এলাকার অবহেলিত জনগোষ্ঠীর যাতায়াতের জন্য ব্যবহৃত কাচা সড়ক নির্মান ও পুনঃনির্মাণের ফলে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
সরেজমিনে উপজেলার চরযোশরদী ও কাইচাইল ইউনিয়নের কয়েকটি প্রকল্প ঘুরে এমনটি চিত্র দেখা গেছে।
ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির প্রকল্পগুলো পরিদর্শন করেছেন।
জানাগেছে চলতি বছরের ইজিপিপি প্রকল্পে ১ম পর্যায়ে চরযোশরদী ইউনিয়ন পরিষদের আওতায় ২০ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ইউনিয়নে ২শত ৫৮ জন শ্রমিক নিয়োগ করে মোট ৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে ।
এছাড়াও উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের আওতায় চলতি বছরে ৯ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ১২০ জন শ্রমিক নিয়োগ করে ৪০ দিনে শ্রীরামপুটি থেকে সাদিপুর পর্যন্ত কাচা রাস্তা নির্মাণ করা হয়।