একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান-এর মৃত্যুতে সংসদ উপনেতার শোক
ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সংসদ উপনেতা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান আজ শনিবার সকালে পুরান ঢাকার সূত্রাপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি কয়েক বছর ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।