ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুর সোনালী ব্যাংকে বিভিন্ন অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের সাথে ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ফরিদপুর সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার’স অফিসের উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: কামরুজ্জামান খান।
সভায় আরও উপস্থিত ছিলেন জিএম অফিস, ফরিদপুরের আওতাধীন চারটি প্রিন্সিপাল অফিস প্রধান, ২টি রিজিওনাল অফিস প্রধান, ৮টি জেলা শাখার শাখা প্রধানসহ সকল স্তরের নির্বাহী কর্মকর্তাগন।
ব্যবসায়ীক পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি সোনালী ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সোনালী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হিসেবে আরোও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।