কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবাসহ, মাদক ব্যবসায়ী শাহাজামাল ওরফে ফনি (৪০) কে আটক করেছে র্যাব। সে দৌলতপুর উপজেলার চকদৌলতপুর গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে। সোমবার দুপুর ২টায় র্যাব এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচার ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ডি এডি সিরাজুল ইসলাম’র নেতৃত্বে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অভিযানিক দল রোবাবার দুপুর ২.৩০টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাজামাল ওরফে ফনিকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে ৪০৫ পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের ৪ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। মাদক ব্যবসায়ী ফনির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব । এদিকে তদন্ত করে এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের আইনের আওতাধীন করার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে