• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
মাধবপুরে তেলিয়াপাড়া দোকান খোলা রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পিন্টু অধিকারী  মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মাধবপুর  ৬ নং শাহজাহানপুর ইউনিয়নে তেলিয়াপাড়া বাজার আসেন,  স্বর্ণা এন্টারপ্রাইজ ৫০০০ টাকা, ভাই ভাই হেয়ার সেলুন -৫০০ টাকা, মিলন ডেকোরের্টাস- ৫০০ টাকা, আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন। এদিকে, প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন, এজন্য সকলকে সতর্ক করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। মাধবপুরে করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ফার্মেসি ব্যতীত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, মাধবপুর উপজেলা মহামারী করোনা ভাইরাস মুক্ত দেখতে চাই, এ সময় কারোনা প্রতিরোধে সবাই কে ঘরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। করোনা ভাইরাস বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, হাটবাজারে সামাজিক দুরত্ব বজায়, জনসমাগম এড়িয়ে চলা,দ্রুত কাজ সেরে বাসায় ফেরা,অহেতুক ঘোরাফেরা না করা,মুখে মাস্ক পরিধান করা,বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দেন ।  প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।