• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
চরভদ্রাসনে আগুনে পুড়ে ছাই অসহায় বিধবার ঘর

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-                    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে স্বাস্হ্য কমপ্লেক্সের উত্তর পাশে ফাজেলখার ডাঙ্গী গ্রামের অসহায় বিধবা মৃত ক্বারী মহিউদ্দিনের স্ত্রী আফরোজা বেগম (৩৮) এর একটি ঘর শনিবার সকাল সাড়ে ১০ টায় আকস্মিক অগ্নিকান্ডে ভস্মিভুত হয়েছে। রান্না ঘরের চুলোর আগুন বেয়ে ওঠে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে রান্না ঘরটি আগুনে ভস্মিভুত হওয়ার পর বসতি ঘরের একাংশ সহ আসবাবপত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের কলেজ পড়ুয়া ছাত্রী মারেফাতুন নেছার বই পুস্তক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় এলাকাবাসী ও পথচারীরা ছুটে এসে আগুন নিয়ন্তনে আনেন। অগ্নিকান্ডে উক্ত পরিবারের প্রায় ৫০ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন। অগ্নিকান্ডের পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু জানান, ” দাপ্তরিক কিছু নথিপত্র প্রস্তুত করার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে”।

জানা যায়, ঘটনার দিন সকালে রান্না শেষে চুলোর আগুন অরক্ষিত রেখে পরিবারের সদস্যরা ঘর-গৃহস্হালির কাছে ব্যস্ত ছিল। এ ফাঁকে উত্তর দিকের বাতাসে চুলোর আগুন বেয়ে ওঠে প্রথমে রান্না ঘরটি অগ্নিকান্ডে ভস্মিভুত হয়। পরে বসতি ঘরের একটি বেড়ায় আগুনে ছেয়ে যায়। এ সময় এলাকাবাসী ও পথচারীরা ছুটে এসে পানি বালু দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।