• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
দেড় লাখ টাকার ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

দেড় লাখ টাকা মূল্যের ৮৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর র‌্যাব-১০, সিপিসি-৩। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোন ও নগদ ১,৯৫০ টাকা জব্দ করা হয়।

রবিবার (২০ আগস্ট) ফরিদপুর র‌্যাব-১০ এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারীরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার কানাই হাজির কান্দি এলাকার নজরুল ইসলামের ছেলে রানা মোল্লা (২২) ও মাগুরার শ্রীপুর থানার ছোট উদাস এলাকার জিয়াউর রহমানের ছেলে সোহানুর রহমান ওরফে সোহান (২৭)।

গ্রেপ্তারদের রবিবার (২০ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শনিবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১০,সিপিসি-৩,
ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।