• ঢাকা
  • সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং
চরভদ্রাসনে শীতার্তদের পাশে লেগে আছে প্রশাসন

কম্বল বিতরন অব্যাহত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-                     ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন দুস্হ্য ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন অব্যাহত রেখেছেন। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তর থেকে ২১ জন দুস্হ্য জেলের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। এছাড়া একই দিন উপজেলা সদরের হাজীডাঙ্গী মাদ্রাসার ৫০ জন এতিম শিশুর মাঝেও কম্বল বিতরন করেন প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, থানা অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু ও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান উপস্হিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।

জানা যায়, চলতি মৌসুমে হাড় কাঁপানো শীতের প্রকোপে ও তুষারাচ্ছন্ন বাতাসে উপজেলা পদ্মা পারের বসতিরা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে তীব্র শীতের কোপে দুস্হ্য জেলেরা কর্মহীন হয়ে পড়েছে। একই সাথে মাদ্রাসার এতিম শিশুরা পর্যাপ্ত বস্ত্রের অভাবে শীতজনিত রোগাক্রান্ত হচ্ছপ। তাই ওই দিন উপজেলা পদ্মা নদীর প্রতি জেলেকে ১টি করে ২১ জন জেলেরে মাঝে ২১টি কম্বল বিতরন করেন প্রশাসন। একই দিন উপজেলার হাজীডাঙ্গী মাদ্রাসার এতিমখানার প্রতি শিশুকে একটি করে ৫০ জন এতিমের মাঝে ৫০টি শীতবস্ত্র কম্বল সহ সর্বমোট ৭১টি কম্বল বিতরন করা হয় বলে জানা যায়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।