বাংলাদেশে করোনায় আক্রান্ত ২০ জন
করোনাভাইরাসে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হওয়ার খবর এসেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে।
এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে একজন নারী আর বাকি দুজন পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৭০ এর বেশি। তার অবস্থা ক্রিটিক্যাল। তিনি এখন আইসিইউতে ভর্তি আছেন।
এ নিয়ে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ জন হলো। একজন মারা গেছেন। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর গত ১৮ মার্চ প্রথম একজন মারা যান