মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলাতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধ, আহরণ, বিক্রয় বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উপজেলার মধুমতি নদী ও মেগচামী বিলে অভিযান পরিচালনার মাধ্যমে ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়েছে। মধুমতি নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান চৌধুরী ও মেগচামী বিলে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত কুমার বিশ^াস, ক্ষেত্র সহকারী সাথী সরকার ও সুজন কুমার প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, এ মৌসুমে মা ইলিশসহ সকল প্রকার ইলিশ মাছ ধরা বিরত রাখতে নিয়মিতভাবে অভিযান পরিচালন করা হচ্ছে। মধুমতি নদীতে ৫০ হাজার মিটার ও মেগচামী বিলে ৪০ হাজার মিটার মোট ৯০ মিটার অবৈধ,নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়েছে।