করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন অমান্য করে নদী পারাপার হওয়ায় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপারের দায়ে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে চালক এবং যাত্রীদের জেল- জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০মে) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার চরভদ্রাসন থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, আজ বুধবার সকালে ঝড়ো-বৃষ্টি উপেক্ষা করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পদ্মা নদীর মৈনটঘাট ও গোপালপুল ঘাট দিয়ে এপার-ওপার যাত্রী পারাপার করার অপরাধে টলার চালক আসাদ মোল্যা(১৮)কে ১৫ দিনের জেল ও লক ডাউন অমান্য করে নদী পারাপার হওয়ায় চাঁর যাত্রী সেক শাহিন(১৮) কে ৩০০ টাকা, সৈয়দ আলী(৬৭) কে ৬০০ টাকা, হ্নদয় খান(২০) কে ৬০০ টাকা, মো. নজরুল ইসলাম(২৪) কে ৬০০ টাকা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।