গালওয়ান উপত্যকা নিয়ে উত্তপ্ত চীন-ভারত প্রতিবেশী দুই দেশ। ইতোমধ্যে সংঘর্ষে ভারতের ২০ জন সেনাসদস্য নিহত হয়েছে। এমন উত্তেজনার মধ্যেই ভারত গালওয়ান নদীতে ব্রিজ নির্মাণ সম্পন্ন করেছে।
ভারতীয় মিডিয়ার খবরে জানানো হয়েছে, গালওয়ানের যেই ব্রিজ নিয়ে এই বিবাদ শুরু হয়, তা তৈরি করতে সক্ষম হয়েছেন ভারতের সেনা সদস্যরা। চারটি স্প্যানের ব্রিজটি শায়ক ও গালওয়ান নদীর সংযোগস্তলে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত।
এর ফলে ভারতীয় বাহিনীর সীমান্তে নজরদারির সুবিধা বাড়লো। চীনের আপত্তি সত্ত্বেও ভারত ব্রিজ নির্মাণ অব্যাহত রেখেছিল। এবার সেই ব্রিজের নির্মাণ কাজ শেষ করল ভারত।
প্রসঙ্গত, গত সোমবার চীন ও ভারতীয় সেনাদের মধ্যে গালওয়ানে সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয়। অপরদিকে চীনা কর্তৃপক্ষ কোনও হতাহত স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, অপর পক্ষেও ৪৩ সেনা হতাহত হয়েছে।
প্রথমে ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ানের মৃত্যুর খবর মিললেও মঙ্গলবার রাতের দিকে জানা যায়, চীনা বাহিনীর হামলায় আহত হয়ে দীর্ঘক্ষণ তীব্র ঠান্ডায় পড়ে থাকার কারণে মৃত্যু হয়েছে আরও ১৭ জন জওয়ানের। সেনাবাহিনী সূত্রে খবর, ভারতের দিকে কয়েক কিলোমিটার ঢুকে এসে অস্থায়ীভাবে আস্তানা গেড়েছে চীনের সেনা।