ফরিদপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪.০০ টায় ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত পি.টি.আই মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ইমামুল হক মুকুট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ শামসুুল হক (ভোলা মাষ্টার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ.এম আজিজুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছাইদুজ্জামান বাবু সিকদার। এছাড়া ঢাকা ও রাজবাড়ী জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মুজাহিদুর রহমান হেলো সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার। বিশেষ বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল কবির। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক সাব্বির হোসেন, ঢাকা জেলার সাধারণ সম্পাদক রাসেল, সাবেক ছাত্রনেতা কাজী মোমিতুল হাসান বিভুল,ফারুক হোসেন প্রমুখ।
সংগঠনটি ১৯৮৯ সালের ২০শে ফেব্রুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং শেখ রাসেলের স্মৃতি জাগ্রত রাখতে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ যাত্রা শুরু করে।
প্রধান বক্তা বলেন, দীর্ঘ ৩২ বছরেও ফরিদপুরে কোন কমিটি হয়নি। দেরিতে হলেও আজ ফরিদপুরে কমিটি হচ্ছে। তিনি বলেন, এ কমিটির কাজ হচ্ছে শেখ রাসেলকে স্মরন রাখা। বঙ্গবন্ধুকে স্মরন রাখা। এছাড়াও সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা।
শামীম হক বলেন, কমিটিতে হাইব্রিড কেউ থাকতে পারবে না। কমিটিতে নাম দেওয়ার আগে তার খোজ খবর নিতে হবে। প্রয়োজনে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তা নিবেন। তিনি আরও বলেন, এ কমিটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। কমিটিতে জায়গা পেয়ে ভিজিটিং কার্ড তৈরি করে চাঁদাবাজী করবেন তা হবে না। এ কমিটির যারা সদস্য হবেন তাদেরকে সাধুবাদ জানাই সেই সাথে সকলকে সতর্ক করছি সংগঠনের যেন দুর্নাম না হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য সচিব যুবায়ের স্বপন।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মোঃ শামীম হক ও সভাপতি হিসেবে ইমামুল হক মুকুট এর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।