ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভা পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের নির্বাচন আজ শনিবার ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পৌরসভার চতুর্থ তলায় মিলনায়তনে এ নির্বাচনে মোট ১৩৩ জন সদস্যের মধ্যে ১২২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে নয়টি পদের জন্য ২৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হন।
নির্বাচন এ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফরিদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান। সহকারী কমিশনার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রমেন্দ্রনাথ রায় কর্মকার, ও ফরিদপুর পৌরসভার গভর্নেন্স ও মোবিলাইজেশন এক্সপার্ট শাহাদাত হোসেন।
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
তিনি এই নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান এবং পৌরসভার সকল কাজে তার সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তা ও রাখেন ফরিদপুর পৌরসভার টাউন ম্যানেজার অসীম কুমার সাহা।
এ সময়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জুবায়ের কনা,নাজনীন আক্তার, আফরোজা সুলতানা টুটু, মাসুমা বেগম,।
নির্বাচনে বিজয়ীরা হচ্ছেন সভাপতি রিনা বেগম, সহ-সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক-মৌসুমী আক্তার, সহ-সম্পাদক রুপা বেগম, দপ্তর সম্পাদক রিনা বেগম, কোষাধক্ষ্য রনি বেগম। সদস্যবৃন্দ হচ্ছেন রাশেদা বেগম, সুপ্তি আক্তার ও ময়না বেগম।
নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে।