• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
করোনা থেকে বাঁচাতে পারে ভিটামিন ডি: গবেষণা

করোনাভাইরাস থেকে বাঁচতে ভিটামিন ডি মানুষকে সহায়তা করতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই ভিটামিনটি করোনা রোগীদের এ রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে কিনা, তা খতিয়ে দেখার পরিকল্পনা প্রকাশ করেছেন।

গবেষক দলটি ২০০ জন করোনাভাইরাস রোগীর ওপর ১০ সপ্তাহের একটি ক্লিনিক্যাল ট্রায়াল চালাবেন বলে জানিয়েছেন।

ভিটামিন ডি নিয়ে বিজ্ঞানীদের এই বিশ্বাস জোরদার হয়েছে গরুর ওপর পরিচালিত একটি অতীতের একটি গবেষণার ফলাফল থেকে। ওই গবেষণায় দেখা গিয়েছিল- ভিটমিন ডি এর অভাব অতীতে বোভাইন করোনাভাইরাস সংক্রমণের প্রধান কারণ ছিল।

গবেষক দলটির মতে, আপাতদৃষ্টিতে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে, ভিটামিন ডি কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাব্য অস্ত্র হতে পারে।

সর্বোপরি, দলটি বিশ্বাস করে আপনার করোনার লক্ষণ প্রকাশ পায়নি কিংবা অ-গুরুতর কিংবা গুরুতর লক্ষণ রয়েছে- যেটাই হোক না কেন ভিটামিন ডি স্বাস্থ্যের উন্নতি করে।

সাসেক্স ইউনিভার্সিটির গবেষক ডা. জেনা ম্যাকসিওচি বলেন, ‘আপনার যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা তিন থেকে চারগুণ বেশি থাকে। সুতরাং এটি বোঝা যায় যে, কোভিড -১৯ এর মতো একটি ভাইরাল শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ আরো খারাপ হতে পারে যদি আপনি ভিটামিন ডি-এর ঘাটতিতে থাকেন।’

ভিটামিন ডি আমাদের শরীরে সূর্যের আলো থেকে প্রাকৃতিকভাবে উত্পাদিত হয়। সাউথ ক্যারোলিনার থর্নি রিসার্চের মেডিক্যাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর ডা. আমান্ডা ফ্রিক প্রতিদিন সানস্ক্রিন মেখে ন্যূনতম ২০ মিনিট সূর্যালোকে থাকার পরামর্শ দিয়েছেন। অথবা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট সেবন করতে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।