• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
সৌদি আরবের সাথে বোয়ালমারীর ১৩ গ্রামে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৩ গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২০ জুলাই) সকাল ১০টায় মাইটকুমড়া জামে মসজিদ, সাড়ে ১০টায় রাখালতলী জামে মসজিদ ও সহস্রাইল দায়রা শরীফে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়।

জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩টি গ্রামের মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে প্রতিবছর ঈদ উদযাপন করেন। তাই অন্য এলাকার একদিন আগে ওই ১৩ গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করেছেন।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক
ও কাটাগড় গ্রামের বাসিন্দা মো. মাহিদুল হক বলেন, বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ বছরের দুইটি ঈদ উৎসব সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন। আমিও তাদের সাথে ঈদ উৎসব পালন করি। তিনি সহস্রাইল দায়রা শরীফে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন বলে জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।