ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঠাকুরগাঁও-২ আসনের এমপি’ আলহাজ্ব দবিরুল ইসলামের পক্ষে অসহায়, দুস্থ, কর্মবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁওয়ে অসহায় দরিদ্র পরিবারসহ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।
তিনি ত্রাণ বিতরণের ধারাবাহিকতায় সোমবার বিকেলে ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা বাজার মাঠে ও যাদুরানী বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দুরত্ব বজায় রেখে ২শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আসনের বার বার নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর নির্দেশনায় ও সহযোগিতায় অসহায় ও কর্মবঞ্চিত মানুষদের পাশে থেকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি। যা অব্যাহত থাকবে। এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।