চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাগরনী সপ্তাহ উপলক্ষে সোমবার বিকেলে ৪৩ জন স্কীম গ্রহিতাকে স্বাবলম্বি করার লক্ষে মোট সাড়ে ১১ লক্ষ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে এ বছর ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত জাগরনী সপ্তাহ উদযাপনের জন্য সমাজসেবা কার্যালয় উপজেলার ৪৩টি দরিদ্র পরিবারের মাঝে এ ক্ষুদ্র ঋণ বিতরনের আয়োজন করেন।
এ ঋণ বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেরা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। ঋণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ মুহাম্মদ সুজাউদ্দিন রাশেদ। এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী শাহা্দাৎ হোসেন ও হুমায়ুন কবির উপস্হিত ছিলেন।
জানা যায়, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর ২ নং কর্মদলের ৭ জনের মধ্যে নগদ ২ লাখা টাকা এবং চরহরিরামপুর ইউনিয়নের আমীরখার ডাঙ্গী ১ নং কর্মদলের ৩৬ জনের মধ্যে সাড়ে ৯ লাখা টাকা সহ সর্বমোট ৪৩ জনের মধ্যে সাড়ে ১১ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়। প্রতিটি পরিবারে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে বলে সংশিস্নষ্টরা জানিয়েছেন।