নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
গত শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাঁত আনুমানিক পৌনে তিনটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে গেছে হাসান মোল্লার বসত ঘর।
হাসান মোল্লা উপজেলার জুঙ্গুরদি গ্রামের পৈতৃক ভিটা ছেড়ে দাতপুর গ্রামে বাড়ি করে বসবাস শুরু করে, সেখানে কিছু ফসলী জমি কিনে গাছ রোপন করেন। এমতাবস্থায় তার প্রতিবেশী ইউনুস শেখ (৬০), মানিক শেখ(৩৫) ও জব্বার শেখ (৭০) গংরা রোপন কৃত চারাগাছ গুলো উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হাসান মোল্লার স্ত্রী চম্পা বেগম (৩০) বাদী হয়ে ১৯ নভেম্বর শুক্রবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ দেওয়ার পরে ঐ দিন দিবাগত রাতেই হাসান মোল্লার বসত ঘরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা।
বসতঘরে আগুনের সুত্র ধরে শুক্রবার হাসান মোল্লা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেন।