নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধি)
ফরিদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার দিবাগত রাত একুশের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে দিবসের সূচনা দিয়ে প্রথম প্রহরে অম্বিকা ময়দানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ভাষা শহীদের শ্রদ্ধা জানানো হয়।
প্রথম প্রহরে প্রথমেই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এর পক্ষে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। এরপর জেলা প্রশাসক অতুল সরকার সহ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সহ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসায়িক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।এর আগে শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবণসহ অন্যান্য সরকারি বেসরকারি ভবণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৮ টা থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, প্রেসক্লাব, পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, স্কুল ও কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকাল ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।