• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরের কওমী মাদরাসা নিয়ে বেরুচ্ছে ব্যতিক্রমী প্রামাণ্য গ্রন্থ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর:
ফরিদপুর জেলার সকল দাওরায়ে হাদীস মাদরাসা এবং উল্লেখযোগ্য মাদরাসার যাবতীয় তথ্য সম্বলিত একটি প্রামাণ্য গ্রন্থ বের হচ্ছে।
ফরিদপুরের কয়েকজন উদ্যোমী তরুণ আলেম উল্লেখযোগ্য কওমী মাদরাসাগুলো নিয়ে তথ্যভিত্তিক এই প্রামাণ্য গ্রন্থ তৈরির কাজ শুরু করেছেন।
ফরিদপুরের দাওরায়ে হাদিস মাদরাসা এবং যেসব মাদরাসায় দাওরায়ে হাদীস নেই কিন্তু বিভিন্ন কারণে উল্লেখযোগ্য অবদান রয়েছে এমন সকল মাদরাসার যাবতীয় তথ্য থাকবে এতে।
পত্রপত্রিকায় লেখালেখির সাথে জড়িত রয়েছেন এমন সব তরুণ আলেমদের এই উদ্যোগটি বাস্তবায়ন হলে সেটি হবে একটি যুগান্তকারী দলিল।
সংশ্লিষ্টরা জানান, কাজটি কঠিনসাধ্য। তবে সকলের আন্তরিক সহযোগিতা পেলে এটি সম্পন্ন করা সহজ হবে। যারা মনে করেন, তাদের মাদরাসার তথ্য এই বইয়ে উল্লেখ থাকুক তারা যেনো যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।
এব্যাপারে তথ্য ও যে কোনো বিষয় জানতে নিচের মেইল ও নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

মোবাইল: 01778063436 (বেলায়েত হুসাইন), 01745954576 (হাফেজ আবরারুল হক-খাবাসপুর মাদরাসা) 01617118838 (মাওলানা সাইফুল ইসলাম-নগরকান্দা) 01731100033 (মুফতী হাসীবুল্লাহ সাবীর-বোয়ালমারী)
ইমেইল: belayethossain9988@gmail.com

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।