জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে ফরিদপুরের সালথায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ। এসময় আরো বক্তব্য রাখেন, ডাঃ মোঃ মোস্তফা কামাল, ডাঃ মোঃ শাহ আলম, ডাঃ আয়শা, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সম্ননয়ক মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু করে সপ্তাহে চার দিন মোট ৮দিন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ৬-১১মাস বয়সী ৩৭৭২ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২৭০৩৩ জন শিশু এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
২১ সেপ্টেম্বর ২০২০