• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
সালথা’য় জা‌কের পা‌র্টির ত্রান বিতরন

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

জেলা জা‌কের পা‌র্টির সা‌র্বিক সহযো‌গিতায় ও সালথা উপ‌জেলা জা‌কের পা‌র্টির সা‌র্বিক তত্বাবধায়‌নে (২১ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টায় জাকের পার্টি সালথা উপ‌জেলা কার্যাল‌য়ের সাম‌নে থেকে এই খাদ্য সামগ্রী সহায়তা করা হয়। এরপর উপজেলার ৮টি ইউনিয়নে অটোভ্যান যোগে দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে পাঠানো হয়।

নিরাপদ দুরত্ব বজায় রে‌খে এসময় উপ‌স্থিত ছি‌লেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হা‌সিব সরকার, ফ‌রিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, সালথা উপ‌জেলা জা‌কের পা‌র্টির সভাপ‌তি স‌রোয়ার হো‌সেন বাচ্চু ও জা‌কের পা‌র্টি অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ।

এসময় ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়া সাংবা‌দিক‌দের বলেন, ক‌রোনা ভাইরা‌সের কার‌নে চলমান প‌রি‌স্থিতে জা‌কের পা‌র্টির মহামান্য চেয়ারম্যান ম‌হোদ‌য়ের নি‌র্দে‌শে সারা বাংলা‌দে‌শের ন্যায় সালথা উপ‌জেলা‌তে খাদ্য সামগ্রী সহায়তা করা হ‌চ্ছে। অসহায় কর্মহীন ১৫০ টি পরিবারের মা‌ঝে চাল, ডাল, আলু, লবন, সাবান বিতরন করা হলো। দুর্যোগকালীন সময়ে আমাদের খাদ্য সামগ্রী বিতরন অব্যহত থাকবে। বি‌ভিন্ন প্রাক‌ৃতিক দ‌র্যো‌গে জা‌কের পা‌র্টি পূ‌র্বেও ছি‌লো, বর্তমা‌নেও আ‌ছে, ভ‌বিষ্য‌তেও থাক‌বে। তিনি এসময় সবাইকে করোনা সম্পর্কিত স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।