মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট পার্লামেন্টেরিয়াল, সাবেক মন্ত্রী, বিএনপির সাবেক মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়দুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে কেএম ওবায়দুর রহমানের নিজ বাড়ী ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় সংক্ষিপ্ত শোক সভার আয়োজন করেন উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়েদ কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু। সংক্ষিপ্ত কর্মসুচীর মধ্যে কোরআন তেলওয়াত, কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ২০০৭ সালে ২১ মার্চের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ওবায়েদ কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ওবায়দুর রহমান ছিলেন গনতন্ত্রের সিংহ পুরুষ। তিনি গনতন্ত্র রক্ষায় আজীবন নিয়োজিত ছিলেন। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সবাইকে মিলেমিশে মহামারী করোনা ভাইরাসের মোকাবেলা করতে হবে। আতঙ্ক না হয়ে নিয়ম মেনে চলতে উপস্থিত সকলকে অনুরোধ করেন