• ঢাকা
  • শনিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং
সালথায় ডেঙ্গুতে প্রাণ কেড়ে নিল আরো দুই গৃহবধূর

মনির মোল্যা সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের সালথার দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ওই দুই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই গৃহবধূ হলেন, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজিবর মোল্যার স্ত্রী সালেহা বেগম (৬৫) ও একই উপজেলার গট্টি গ্রামের মো. হাফিজুলের স্ত্রী তাসলিমা বেগম (১৮)।

সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে সালেহা বেগম নামে এক গৃহবধূ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১) ভোর সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া, তাসলিমা নামে অপর আরেক গৃহবধূ বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে একই হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুরে নতুন করে ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৭৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে ৩২৩ জন চিকিৎসাধীন রয়েছে।

২১ সেপ্টেম্বর ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।