• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
রাজশাহীতে করোনা পজেটিভ ৮ জন, সর্তক  থাকার আহবান

মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী :    রাজশাহীতে আরও তিনজন করোনা রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে দুইজন মহিলা ও একজন পুরুষ। গতকাল সোমবার রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো আটজনে। রাজশাহীতে নতুন আক্রান্তদের দুইজন পুঠিয়ার ও একজন বাঘা উপজেলা এলাকার। এদের মধ্যে পুঠিয়ার দুইজন নারী। এরা হলেন, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিউটি খাতুন ও পুঠিয়া ইউনিয়নের তারাপুর গ্রামের রুমা খাতুন। তারা দুইজনের পোষাক কারখানায় কর্মরত। গত ১২ এপ্রিল বিউটি ও ১৬ এপ্রিল রুমা ঢাকা থেকে বাড়ি যান। তাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে ১৮ এপ্রিল বিউটি ও ১৯ এপ্রিল রুমার নমুনা সংগ্রহ করা হয়। বিউটি ও রুমা বাড়িতে রয়েছেন। অপরজন হলেন, বাঘা উপজেলার আব্দুস সোবহান। তার বয়স প্রায় ৮০ বছর। তার বাড়ি বাঘা পৌরসভার দক্ষিণ গাওপাড়া এলাকায়। গত ১৭ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার ছেলে ঢাকায় থাকেন। তিনি অসুস্থ্য হওয়ার সপ্তাহ খানেক আগে তার ছেলে বাড়িতে আসেন। রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সোমবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহীতে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে ও জয়পুরহাটে একজন করে সংক্রমণ হয়েছে। ফলে নাটোর ছাড়া রাজশাহী বিভাগের সব জেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। যদিও অনেকে করোনা উপসর্গ   নিয়ে মারা গেলেও তাদেরকে তালিকায় দেখানো হচ্ছে না। গণমাধ্যমকে বলা হচ্ছে নমুনা পরীক্ষার ফল আসার আগে কিছু বলা যাবে না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।