• ঢাকা
  • রবিবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিন অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৪ কারবারি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই চার কারবারির কাছে থেকে ৩ হাজার ৩’শ ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জেলার ভাঙ্গা উপজেলার বড় হামিরদী এলাকার মৃত সেকেন্দার মাতুব্বরের স্ত্রী
সরলা বেগম (৪৮), একই উপজেলার পুখুরিয়া চৌধুরীকান্দা এলাকার সালেহ আহম্মেদের স্ত্রী পলি ওরফে লাখি (২৬), পাশের নগরকান্দা উপজেলার কোদালিয়া এলাকার মৃত ইউসুফ শেখের সেলিম মিয়া (৪৩) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদারবিল এলাকার নূর মোহাম্মদের ছেলে শামসুল আলম (৩৬)।

তাদের বুধবার (২০ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক তিন অভিযান চালিয়ে ৩ হাজার ৩’শ ২৫ পিচ ইয়াবাসহ চার কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় পৃথক তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরও জোরদার করা হবে বলে জানান শামীম হোসেন।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
তাং: ২১-০৯-২০২৩ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।