খুলনা, ০৭ আষাঢ় (২১ জুন):
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ (রবিবার) সকালে অনলাইনে (জুম প্রযুক্তি ব্যবহার করে) অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর সম্মেলনকক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন।
সভায় খুলনা জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারি দপ্তরগুলোকে সতর্কতা অবলম্বন করে সেবা কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়। করোনা পরিস্থিতিতেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্ট পূরণে সক্ষমতা অনুযায়ী দপ্তরগুলোকে কাজ করে যেতে হবে। সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু মশার লার্ভা যাতে না জন্মায় সেজন্য কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। ঘূর্ণিঝড় আম্ফানে উপকূলীয় উপজেলাগুলোর ভেঙ্গে যাওয়া বাঁধ দ্রুত মেরামত, নিরাপদ খাদ্য এবং বৃক্ষরোপণ নিয়েও সভায় আলোচনা করা হয়।
জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী অফিসারা স্ব স্ব দপ্তরে বসে অনলাইনে এই সভায় অংশ নেন।