• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
ড. ধর্মসেন মহাথের-এর মৃত্যুতে স্পীকারের শোক

ছবি-স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি

ঢাকা, ২১ মার্চ ২০২০

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত , বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ ড. ধর্মসেন মহাথের-এর মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পীকার ড. ধর্মসেন মহাথের-এর পবিত্র আত্মার শান্তি কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শুক্রবার (২০ মার্চ ২০২০) দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে নগরের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

এক শোক বিবৃতিতে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ধর্ম বর্ণ গােত্র সম্প্রদায় নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি এবং বাঙালির ভ্রাতৃত্ববােধকে সুসংহত করতে ড. ধর্মসেন মহাথের-এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ড. ধর্মসেন মহাথের-এর প্রয়াণ বাংলাদেশ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এছাড়া, ড. ধর্মসেন মহাথের-এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।