• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাংবাদিকদের ওপর চড়াও

কুষ্টিয়ায় সরকারী নির্দেশ উপেক্ষিত,লোক জমায়েত করে বাবু কাউন্সিলরের শোডাউন!

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০,নিজস্ব প্রতিনিধি। কুষ্টিয়ায় চাউল মজুদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সামনে ৫ শতাধিক সমর্থক নিয়ে শোডাউন করেছে পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম বাবু। বাবুর সাথে আসা তার সমর্থকরা সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখে। তারা সাংবাদিকদের নামে বিভিন্ন ধরণের অশালিন ভাষা ব্যবহার করে শ্লোগান দিতে থাকে। মঙ্গলবার সকাল ১১ টায় চৌড়হাস এলাকায় এই ঘটনা ঘটে। গত শুক্রবার চৌড়হাসের সিকু নামের এক ব্যক্তির মালিকানাধীন অটো রিক্সা চার্জের গোডাউনে ৮০ বস্তা চাউল জব্ধ করে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী। এব্যাপারে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ডিসি ফুডকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গেলে বাবু ৫ শতাধিক সমর্থক নিয়ে তাদের সামনে গিয়ে মিছিল শুরু করে। এসময় সাংবাদিকরা গেলে সাংবাদিকদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে বাবু সমর্থকরা। এক পর্যায়ে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখে বাবু সমর্থকরা। কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস বলেন, তদন্ত কমিটির সাথে কথা বলতে গেলে তারা আমাদের ওপর চড়াও হয়। এদিকে তদন্ত কমিটির প্রধান ডিসি ফুড মোঃ মনোয়ার হোসেন বলেন, চাউল সরকারী না। তবে ফুড গ্রীনের লাইসেন্স ছাড়া কোন ব্যক্তি চাউল মজুদ করতে পারে না। মজুদদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার ওই চাউল মজুদের সঙ্গে কাউন্সিলর বাবুকে জড়িয়ে ফেসবুকে লেখার কারণে দৈনিক গণকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি শাহিন রেজার বিরুদ্ধে বাবু কাউন্সিলর বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলা নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির মহাসচিব শাবান মাহামুদ বাংলা ভিষনের টক শোতে কঠোর সমালোচনা করেন। এরপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুষ্টিয়ার সাংবাদিকরা সোমবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।