• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ভাঙ্গায় জমে উঠেছে বই মেলা

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২১/০৩/২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় ডাক্তার আবু ইউসুফ ষ্টেডিয়ামে সপ্তাহ ব্যাপি চলা বই মেলা জমে উঠেছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত শুক্রবার জেলা প্রশাসক কামরুল ইসলাম তালুকদার মেলা উদ্বোধন করেন। আজ মঙ্গলবার পর্যন্ত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীর পদচারনায় মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠে। এবারের মেলায় বিভিন্ন লেখকের বইর পাশাপাশি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের লেখা “উদ্ভদ কর্মকান্ড” বইটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিষয়টি নিয়ে তিনি জানান, তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ বই পড়া থেকে অনেকাংশে পিছিয়ে আছে। আমাদের ক্ষুদ্র প্রয়াসে যদি মানুষ আবারও বই প্রেমি হয় সেটাই আমাদের স্বার্থকতা। বই মেলায় উপস্থিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, মফস্বল শহরে এধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমি আশা করব ভাঙ্গাবাসির শতস্পুর্ত অংশগ্রহণে শেষদিন পর্যন্ত মেলা আরো জমে উঠবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, আমি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীর আমন্ত্রণ জানিয়েছি বই মেলায় এসে বই পড়ার জন্য। মেলায় এসে বই কিনতে হবে এমনটি নয় বরং মেলায় এসে বই পড়ার ও একটা ভিন্ন অভিজ্ঞতা তৈরি হয়।
সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন বলেন, শিক্ষক শিক্ষার্থীরা এবারের মেলায় যেভাবে অংশগ্রহণ করেছেন আমি আশা করি আগামীতেও এই বই মেলা আরো জাঁকজমক পূর্ণ হবে। এ বছর মেলাতে দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য মেলার চারপ্রান্তে বিভিন্ন ধরনের পসরা বসিয়েছে দোকানপাট। একই সাথে নাগরদোলা, নৌকা ভ্রমন, ঘূর্ণিপাক সহ বিভিন্ন রাইট এর ব্যবস্থা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।