প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে ধ্বংসযজ্ঞে রীতিমতো পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, ইতালি, স্পেন, মেক্সিকো, ফ্রান্স ও ভারতের মতো দেশ।
ব্রিটেনে মাঝে সংক্রমণের হার কিছুটা কমলেও ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে দেশটিতে। প্রতিদিন ৪ হাজারের ওপরে আক্রান্ত হচ্ছে দেশটিতে।
এমতাবস্থায় করোনার সংক্রমণ রুখতে কড়াকড়ি আইন পাস করেছে ইংল্যান্ড।
সেখানে করোনা পজিটিভ ও তার সংস্পর্শে আসা কেউ আইসোলেশন অমান্য করলে ১০ হাজার ব্রিটিশ পাউন্ড (১৩ হাজার মার্কিন ডলার), বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হবে। খবর আল জাজিরার।
২৮ সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকর হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর থেকে যদি কেউ করোনা পজিটিভ হয় তাহলে তাকে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকতে হবে। যদি তিনি আইসোলেশনে না থাকেন তাহলে এই বড় অংকের জরিমানা গুনতে হবে তাকে।
করোনার দ্বিতীয় দফা সংক্রমণ যেন জেকে না বসে সে কারণেই এমন কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ব্রিটেনে এ পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ২৫৭ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪১ হাজার ৭৭৭ জন।