• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
মধুখালি ইউপি নির্বাচনঃ ১টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত 
ফরিদপুরের মধুখালী উপজেলায় মঙ্গলবার (২০ অক্টোবর) কোরকদি ও গাজনা-এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, কোরকদি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোঃ মুকুল হোসেন রিক্ত, গাজনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া । উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার উক্ত দুই ইউনিয়নে ১৮ টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ চলে। কোরকদি ইউনিয়নে ৯টি ও গাজনা ইউনিয়নে ৯টি  কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে কোরকদি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মুকুল হোসেন রিক্ত নৌকা প্রতীকে ৪ হাজার ৭শত ৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়বাদী বি.এন.পি মনোনিত প্রার্থী মোঃ মেহেদী হাসান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১শত ২৯ ভোট।
গাজনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া  অানারস প্রতীকে ৪ হাজার ৮শত ৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অাওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুখেন  মজুমদার নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৪ ভোট।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।