• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
গোয়ালন্দে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে একেকে’র প্রশিক্ষন কর্মশালা

মাহবুব পিয়াল ।।
আমরা কাজ করি-একেকে’ ফরিদপুরের বাস্তবায়নে হারভেস্ট প্লাস,বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে জিংক সমৃদ্ধ ধানের সুফল কৃষক পর্যায়ে পৌছে দিতে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অব এসএএও এর দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ৫০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক।
গোয়ালন্দ উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ খোকন-উজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস,বাংলাদেশ এর বিভাগীয় সমন্বয়কারী জাহিদ হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহবুব।প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন একেকে’র প্রোগ্রাম কো-অডিনেটর এম এ কুদ্দুস মিয়া।
অনুষ্ঠানে বক্তারা জিংক সমৃদ্ধ ধান বাণিজ্যিক করনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে জিংকের কোন বিকল্প নেই।আর জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ ও ৮৪ আমাদের শরীরের জিংকের ঘাটতি পুরন করতে সক্ষম।তাই উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে জিংক সমৃদ্ধ ধান চাষে উৎসাহিত করা এবং এর সুফল কৃষকের ঘরে ঘরে পৌছে দিতে হবে। সাধারন মানুষ জিংক সমৃদ্ধ চাউলের ভাত খেয়ে শরীরের জিংকের অভাব দুর করতে পারবে।ফলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।