• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
ফরিদপুর জেলায় ৮৩৪টি পূজা মন্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায়
ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন
জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান , ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পূজা উদযাপন পরিষদের সভাপতি ড.যশোদা জীবন দেবনাথ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, যুগ্ম সম্পাদক অজয় কুমার রায়, সাংবাদিক সঞ্জীব দাস, সাংবাদিক বিজয় পোদ্দার, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সাবেক সহ-সভাপতি শংকর সাহা, চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক কোষাধ্যক্ষ শিবপ্রসাদ দাস, লক্ষ্মীপুর ভাই ভাই পূজা মন্দির কমিটির সভাপতি মনোজ কুমার সাহা, ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ মালো, অনন্ত কুমার বিশ্বাস, প্রবীর কুমার সাহা,
প্রমুখ। এ সময় জেলা এন এস আই জয়েন্ট ডাইরেক্টর মুজিবুর রহমান, সকল উপজেলার ইউএনও ও সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জানানো হয় ফরিদপুর জেলার মোট ৮৩৪টি পূজা মন্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এতে পূজা নিরাপত্তা রক্ষায় প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রত্যেকটি পূজা মন্ডপের জন্য নিরাপত্তা বাহিনী গঠন করে,ও স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ করতে হবে। ২৪ ঘন্টা টানা ওভার ডিউটি নিয়োগ করতে হবে।
বিধি মোতাবেক পূজা উদযাপন পালন করতে হবে। সর্বোপরি এখন থেকে শুরু করে পূজা শেষ পর্যন্ত প্রত্যেক টি পূজা মন্ডবে নজরদারি পাঠাতে হবে।
ফরিদপুর আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃক পর্যাপ্ত পরিমাণে পুলিশ, আনসার মোতায়েন করা হবে। এছাড়াও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।