• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
বোয়ালমারীতে করোনা আক্রান্ত রোগী দোকান খোলা রেখে বেচাকেনা করায় জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আসাদু্জ্জামান (৪৮) নামের এক ঢেউটিন ব্যবসায়ী লকডাউন অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা করায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গত মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগার থেকে বোয়ালমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠানো রিপোর্টে ওই ঢেউটিন ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়। এরপর ওইদিন রাতেই উপজেলা প্রশাসন ওই ব্যবসায়ীর বাসা ও দোকান লকডাউন করে। কিন্তু করোনা আক্রান্ত আসাদুজ্জামান লকডাউন অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা করছিলেন। এতে করোনা সংক্রামণের ঝুঁকিতে পড়েছিলেন দোকানে না জেনে আসা ক্রেতা ও এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ স্টেশন এলাকার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অর্ভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, ২০১৮ সালের সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূল আইনে ১৮৬০ এর ২৭১ ধারায় করোনা রোগী আসাদুজ্জামানকে দোকান খোলা রেখে বেচাকেনা করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।