মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্রের আবেদন জমা দিয়েছেন প্রবিন আওয়ামী লীগ নেত্রী প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
(২১ নভেম্বর) মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্রের জন্য আবেদন জমা দেন তিনি।
এসময় লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। নগরকান্দা ও সালথায় যা উন্নয়ন তা আমার মায়ের সময়েই হয়েছে। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি বিজয়ী হয়ে এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী জননেত্রী শেখ হাসিনা এবারও আমার উপড় আস্থা রাখবেন।
মনোনয়ন পত্রের আবেদন জমা দেওয়ার সময় ফরিদপুর-২ আসনের হাজারো আওয়ামীলীগ নেতাকর্মীরা লাবু চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন।
২১ নভেম্বর ২০২৩