মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি:-
স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হুগলাকান্দি একাদশ।
বৃহস্পতিবার বিকেলে কানাইপুর ইউনিয়নের ইব্রাহিমদী শ্মশান ঘাট মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে তারা কানাইপুর একাদশকে ৬১ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নির্ধারিত ১৫ ওভারে খেলায় প্রথমে ব্যাট করতে নেমে হোগলাকান্দি একাদশ ১৬৭/৮ রান সংগ্রহ করে। জবাবে কানাইপুর একাদশ ১০৬ রানে সবকয়টি উইকেট হারায়।
বিজয়ী দলের পক্ষে ফয়সালকে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয়। টুর্ণামেন্টে ভালো খেলায় তাকে ম্যান অব দ্যা সিরিজ ঘোষণা করা হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাজসেবক জনি বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণমালা স্কুলের অধ্যক্ষ জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা লাল মিয়া, টুর্নামেন্টের আয়োজন এ দায়িত্বে ছিলেন স্থানীয় বাসিন্দা নিপাশ সরকার ও প্রশান্ত সরকার।
স্থানীয় মোট ৮ টি দলকে নিয়ে ২ গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।