• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
আয়কর ফাঁকিদাতাদের তথ্য দিন : ফরিদপুরে কর কমিশনার

ফরিদপুর প্রতিনিধি: ২১ অক্টোবর ২০২০ বুধবার
আয়কর দাতাগণ দেশের সম্মানিত নাগরিক উল্লেখ করে কর কমিশনার এম এম ফজলুল হক বলেছেন, আয়করের টাকা সরকারকে নয় বরং রাষ্ট্রকে প্রদান করা হয়। যারা আয়কর ফাঁকি দিচ্ছেন তাদের ব্যাপারে আমাদের নিকট তথ্য দিন। আমরা যেনো নিজেদের আয়করের টাকাতেই নিজেদের উন্নয়ন সম্পন্ন করতে পারি সেজন্য যারাই করের আওতায় আসার উপযোগী তাদের প্রত্যেককেই স্ব স্ব উদ্যোগে তাঁর আয়কর প্রদান করা উচিত।
আজ বুধবার বিকেলে কর অঞ্চল-৩ এর উদ্যোগে আয়কর রাজস্ব বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তাগণ একথা বলেন। শহরের গোয়ালচামটে হোটেল র‍্যাফেলন ইন এর হল রুমে আয়োজিত এ সভায় করনেট বৃদ্ধি, রিটার্ন দাখিল, উৎসে কর কর্তনসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত কর কমিশনার মোঃ শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার গণেশ চন্দ্র মন্ডল ও নাশিদ রিজওয়ানা মুনির, উপ কর কমিশনার মোঃ আহসান উল্লাহ রাসেল, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, ফরিদপুর জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি রবীন্দ্রনাথ সাহা প্রমুখ।
সভায় আয়কর রিটার্ন সংক্রান্ত উপস্থাপনা করেন যুগ্ন কর কমিশনার মর্তূজা শরিফুল ইসলাম ও আয়কর রিটার্ন বিষয়ে উপস্থাপনা করেন যুগ্ন কর কমিশনার ড. হরিপদ সরকার। স্বাগত বক্তব্য দেন ফরিদপুর জেলার ডেপুটি কমিশনার অব ট্যাকসেস এর দ্বায়িত্বরত অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ সিরাজুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।