• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
চরভদ্রাসনে মহান শহীদ দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭১তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ খ্রিঃ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২ টায় ১ মিনিট নিরবতা পালনের পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি প্রতিনিধি দল, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সাংবাদিকবৃন্দ, উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অংগ সংগঠন দল, উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস, আনসার ও ভিডিপি অফিস, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পল্লি বিদ্যুৎ সমিতি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, উপজেরা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, বদরুজ্জামান মৃধা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সাংবাদিকবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
সকাল ৮ টায় উপজেলা চত্তর থেকে বের হয় বর্ণ্যাঢ্য প্রভাত ফেরি। প্রভাত ফেরিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তর প্রæদক্ষিনের পর মাল্টিপারপাস হলরুমে ্ক আলোচনা সভা করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি । সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব ও ইউপি চেয়ারম্যান আজাদ খান সভায় বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটির সার্বিক সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর। সভাশেষে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গীর্জায় শহীদদের বিদ্বেহী আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
২১/০২/২০২৪ ইং
০১৭২৪-২৫১৫৮৮

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।