• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
কোন নেতার করুণায় নয় জনগণের ভোটে এমপি হয়েছি – নিক্সন চৌধুরী এমপি

মোঃ রমজান শিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২১/৩/২২

ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি কোন নেতার করুণায় এমপি হইনি। আমি জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের ভালবাসায় এমপি হয়েছি। সুতরাং কোন নেতা কোনভাবেই দাবি করতে পারেন না যে তার করুণায় নিক্সন চৌধুরী এমপি হয়েছে। ২০১৪ সালে সংসদ নির্বাচনে জনগণকে সাথে নিয়ে মাত্র এক মাসের প্রচার-প্রচারণায় আমি এমপি। আমি সবসময় সন্ত্রাস ও মাদকবিরোধী। আমি ভালোবাসি উন্নয়ন মূল্যায়ন । আমার যে কোনো নেতাই যদি অনিয়ম-দুর্নীতি ও মাদকের সাথে জড়িত হয় তার বিরুদ্ধে আমি সর্বদা কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। আমারই একসময়ের কাছের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন কে তার অপকর্মের জন্য আমার কাছ থেকে বিতাড়িত করেছি। এখন সে কাজী জাফরউল্লাহ সাথে যোগ দিয়ে নানা মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে। কাজী জাফর উল্লাহ কে ফরিদপুর -৪ আসনের জনগণ দুই দুইবার লাল কার্ড দেখিয়ে বিদায় জানিয়েছে। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে আমি এই কাউলিবেড়া ইউনিয়নে সর্বোচ্চ ভোট পেয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর অদ্যবধি যে উন্নয়ন সারা বাংলাদেশ তিনি করেছেন বিগত ১০০ বছরেও তা কোন সরকার করেনি। আমি তার আদর্শ কে বুকে নিয়ে গত সাত বছরে ফরিদপুর -৪ আসনকে সারা বাংলাদেশের মডেল হিসেবে উন্নয়ন দিয়েছে। ভাঙ্গা এখন আর ভাঙ্গা নয় ভাঙ্গা এখন সিঙ্গাপুরের আদলে তৈরি হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাজী অলিউল্লাহ হাই স্কুল মাঠে মুজিব শতবর্ষ পালন ও শতাধিক নেতা কর্মীদের যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এসব বক্তব্য রাখেন এমপি নিক্সন চৌধুরী তিনি আরো বলেন কাজী জাফরউল্লাহর উঠানের উপর যে জনসভা আজ হাজার হাজার জনগণের উপস্থিতিতে আমি নিক্সন চৌধুরী করলাম এরকম একটি জনসভা কাজী জাফরউল্লাহ কোনদিনই করতে পারেন নাই আগামীতেও পারবে না। কারণ সে জনবিচ্ছিন্ন একজন নেতা করোনার আড়াই বছর আমি নিক্সন চৌধুরী প্রতিমাসের ১৫ দিন জনগণের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা ও খোঁজখবর নিয়েছি। অথচ এই আড়াই বছরে কাজী জাফরউল্লাহ একটিবারের জন্য এলাকায় প্রবেশ করেননি। জনগণ তো দূরের কথা নেতাকর্মীদের পর্যন্ত খোঁজ-খবর রাখেন নি। আমি বুঝি জনগণই সকল ক্ষমতার উৎস। অতীতেও জনগণ আমার সাথে ছিল আমি জনগনের সাথে আছি আগামীতেও জনগণ আমার সাথে থাকবে আমি জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পালন ও কাউলিবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন কাজী ও যুবলীগ নেতার সহ শতাধিক নেতাকর্মী যোগদান অনুষ্ঠানে যোগ দিতে দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে স্কুল মাঠের জড়ো হতে থাকে হাজারো জনতা। দুপুর গড়িয়ে বিকেল হতেই জনসভা জনসমুদ্রে পরিণত হয় হাজার হাজার লোকের পদচারণায় স্কুল মাঠ ছাড়িয়ে বাজার পর্যন্ত জনগণের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কাউলিবেড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাজী রওশনা এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পরিষদের চেয়ারম্যান ভোলা মাস্টার, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাউসার মাস্টার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদপুর পৌরসভা ও ভাংগা পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতাকর্মী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।