কে এম রুবেল, ফরিদপুর।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাউথ ওয়েস্ট প্রকল্প বিল সুকুনিয়া উপ-প্রকল্পের আওতার ৪০জন নারী সদস্যের জৈব সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বিষয়ে উদ্বুদ্ধকরণ সফর ফরিদপুর সদর উপজেলার শোভারমপুর গ্রামের সফল নারী উদ্যোক্তা তানিয়া
পারভিনের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা তানিয়া পারভিনের বাড়ির আঙ্গিনায় জৈব (ভার্মি কম্পোস্ট) সারের খামার পরিদর্শন করেন।
খামার পরিদর্শন শেষে সফরে আশা নারীদের (ভার্মি কম্পোস্ট) সার উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন তানিয়া পারভিন।
প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবুল হোসেন মিয়া। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উপ-প্রধান
সম্প্রসারন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কনসালটেন্ট জীবন ও জীবিকায়ন কার্যক্রম আএসপিএমসি ফরিদপুরের কৃষিবিদ মো. দিদারুল আলম, পরামর্শক জীবন ও জীবিকায়ন কার্যক্রম আএসপিএমসি ফরিদপুরের পরামর্শক সাদিয়া খানম তানিয়া।
উল্লেখ্য, তানিয়া পারভিন একজন সফল নারী উদ্যোক্তা বানিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের
মধ্যে শ্রেষ্ট সফল উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কৃষি সম্প্রসন অধিদপ্তরের পক্ষ থেকে তাকে পুস্কার প্রদান করা হয়।