মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া খেলার মাঠে চরমোনাই পীরের বিশাল এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার (২০ সেপ্টম্বর) বিকাল ৫ টা থেকে রাত ১১ পর্যন্ত এ ওয়াজ মাহফিল চলে। কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করেন।
সালথা উপজেলার পরুরা কওমী মাদরাসার মুহতামিম আলহাজ হযরত মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ¦ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
ওয়াজ মাহফিল পরিচলনা করেন সালথা থানা নায়েবে ছদও ক্বারী শহিদুল ইসলাম ও মাওলানা রবিউল ইসলাম। ওয়াজ মাহফিলে সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
২১ সেপ্টেম্বর ২০২২