• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুর মেডিকেল থেকে চুরি যাওয়া চার দিনের শিশু উদ্ধার

ফরিদপুর মেডিক্যাল থেকে গতকাল সোমবার ভোররাতে চুরি হওয়া চার দিনের শিশু সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের ইসমাইলের বাড়ি হতে সকালে পুুলিশ উদ্ধার করেছে।

জানাগেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার  টেকেরহাট এলাকার আকলিমা নামের এক প্রসুতির ৪ দিনের শিশু মেয়ে সোমবার ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হয়ে যায়। এ ব্যাপারে আকলিমা ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু পাচার আইনে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ফরিদপুর কোতয়ালী থানার এ এস আই প্রবীর কুমার রায়ের নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে ঠেঙ্গামারী এলাকা থেকে উদ্ধার করে।

তথ্য সংগ্রহকালে আরো জানাযায়, ইসমাইলের মেয়ে আন্না বেগম গত রবিবার রাতে অস্ত্রপাচারের মাধ্যমে একটি মৃত কন্যা শিশু প্রসব করে। আন্না বেগমের মা নাজমা বেগম আকলিমার কোলে মৃত বাচ্চাটি রেখে তার জীবিত কন্যা শিশুটি নিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোতয়ালী থানায় একটি নারী ও শিশুপাচার আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে ওসি মোরসেদ আলম জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।