২৪ ঘন্টায় দিনাজপুরে কোভিড-১৯ পজিটিভ-২ জন
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার সদর উপজেলায় ১জন ও কাহারোল উপজেলায় ১জন মোট ২ জন পুরুষ করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) করোনা ল্যাবে আজ ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে ৮ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।এদের মধ্যে দিনাজপুরে ২ জন পুরুষ ( সদর ১ জন ও কাহারোল ১ জন) পজিটিভ হয়েছে। তাদের বয়স যথাক্রমে ২৮ ও ২২ বছর।
এ নিয়ে এখন পর্যন্ত দিনাজপুর জেলায় কোভিড-১৯ পজিটিভ হওয়া রোগীর সংখ্যা ১৩ জন (দিনাজপুর সদর-০৫ জন, নবাবগঞ্জ-০৩ জন, ফুলবাড়ী-০১ জন, পার্বতীপুর-০১ জন, বোচাগঞ্জ-০১, ঘোড়াঘাট-০১ জন এবং কাহারোল-১ জন)