আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বোয়ালমারী পৌর বিএনপির বর্ধিত সভা
বোয়ালমারী - আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
336 বার দেখা হয়েছে
০
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বোয়ালমারী জর্জ একাডেমী চত্বরে পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক সাংসদ শাহ মোঃ আবু জাফর। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দিন মিয়া ঝুনু, বিএনপির সদস্য ও সাবেক মেয়র আ. শুকুর শেখ, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সী সিরাজুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইকরাম হোসেন, মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশীদ হেলাল, পৌর কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, জেলা যুবদলের সহ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
সভায় আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, বিগত স্থানীয় বিভিন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে অন্য দলের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন তাদের আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী না করার আহবান জানানো হয়।
এ সভায় সিদ্ধান্ত হয় শীঘ্রই উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।