বকশীগঞ্জে কর্মহীন পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন ও বাট্টাজোড় ইউনিয়নের অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে মঙ্গলবার ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের উদ্যোগে ১৪০টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার এই দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এসব ত্রাণের চাল বিতরণ করেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমীন স্মৃতি, শামসুল আলম, সাইফুল ইসলাম রেজভী, আবুল কালাম আজাদ সুলতান উপস্হিত ছিলেন।