• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
ভারতের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ৫ জন

ছবি সংগৃহিত

ভারতের সেরাম ইনস্টিটিউটের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পৃথিবীর সবচেয়ে বড় এই টিকা প্রস্তুতকারক কোম্পানির সিইও আদর পুনেওয়ালা টুইটারে জানিয়েছেন, ভবনের কয়েকটি ফ্লোর ধ্বংস হয়ে গেছে।

পুনের মেয়রকে উদ্ধৃত করে দেশটির বেসরকারি সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনীর কর্মকর্তারা চারজনকে জীবিত উদ্ধার করেন। এ সময় ভবনের ভেতর পাঁচজনের লাশ পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবনে আগুন দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ।

আগুনের খবর ছড়িয়ে পড়তেই আদর পুনেওয়ালা টুইটারে প্রথমে জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে নিজেই আরেকটি টুইটে বলেন, ‘আমরা এই মুহূর্তে কিছু কষ্টের আপডেট পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে কয়েক জন মারা গেছেন। ’

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নির্মাণাধীন একটি ভবনে প্রথম আগুন লাগে। এখানে বিসিজি টিকা তৈরি হয়।

সংবাদমাধ্যমটি বলছে, করোনার টিকা অন্য ভবনে তৈরি হচ্ছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, ভবনটির পাশের বিল্ডিংয়ে ওই টিকা প্রস্তুত করা হচ্ছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।